পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসছে নতুন চমক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে অনীক দত্তের আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির হাত ধরেই টালিউডে অভিষেক ঘটছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমানো এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। আরও বড় চমক এই ছবিতে তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।প্রথম টালিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।সেখানে তিনি বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’নওশাবার কাছে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও...