লক্ষ্মীপুরে ব্যক্তিগত আক্রোশের জের ধরে রাশেদা বেগম নামে এক মধ্যবয়সী নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে পৌর শহরের জেলা স্টেডিয়াম এর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানীয় লাহারকান্দি এলাকার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী রাশেদা বেগম তার স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তার প্রতিবেশী ইমনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে ইমন ও তার স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তখন ইমন ওই নারীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে। এদিন ফজরের নামাজের সময় অজু করতে বের হলে এ নারীর ঘরে ঢুকে...