অভাবের তাড়নায় যমজ সন্তানের একটি বিক্রির চেষ্টা, পাশে দাঁড়ালো জেলা প্রশাসন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নেত্রকোনা:অভাবের তাড়নায় যমজ সন্তানের একটি বিক্রির চেষ্টা করেছিলেন নেত্রকোনার পৌর শহরের আনন্দবাজার এলাকার হতদরিদ্র রাজন-সুমা দম্পতি। তবে শিশু সুরক্ষা সমাজকর্মীর উদ্যোগ ও জেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।বুধবার শিশু কল্যাণ বোর্ডের মিটিংয়ে এমন তথ্য পেয়ে রাতে জেলা প্রশাসক নিজে গিয়ে উপস্থিত হয় অসহায় পরিবারটিতে এবং শিশু খাদ্যসহ প্রাথমিকভাবে কিছু সহযোগিতার পাশাপাশি পরিবারটিকে উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে আসেন।রাজন-সুমা দম্পতির সংসার খুবই অভাবী। একটি ছাপড়া ঘরে বসবাস করেন তারা, যার চারপাশে ঘেরা আছে ইউনিসেফের দেয়া ত্রিপল। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তানের বয়স যথাক্রমে ৬ বছর ও ৩ বছর। দুই মাস আগে...