প্রয়াত গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ির সামনে বিক্ষোভ উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তদন্তের অংশ হিসেবে এরপর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিদ্ধার্থের বাড়ি গুয়াহাটির দাতালপাড়ায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেখানে তল্লাশি চালায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম ।২০১৪ সাল থেকে জুবিনের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন সিদ্ধার্থ। দাবি করা হচ্ছে, এই ১১ বছরে আসামে একাধিক সম্পত্তি করে ফেলেন সিদ্ধার্থ। এমনকী ২০২৩ সাল থেকে জুবিন গর্গ মিউজিক এলএলপির মালিকানা তার কাছে চলে যায়।এর ফলস্বরূপ সিদ্ধার্থের বাড়িতে গতকাল এসআইটি সদস্যরা হানা দিয়েছিলেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন, সিদ্ধার্থকে বুঝি এসআইটি গ্রেপ্তার করেছে। তবে পরে বোঝা যায়, এসআইটি কাউকে গ্রেপ্তার করেনি...