গাজীপুর মহানগরের ধীরাশ্রম ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টা ও রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃতদের মধ্যে নুর ইসলাম নামে একজনের নাম-পরিচয় জানা গেছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির-উজ-জামান জানান, রাত ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায়...