বলিউডের চিরকুমার সালমান খান। বক্স অফিসে গত এক বছরে সেভাবে সাফল্য না মিললেও, সালমান খানের তারকাখ্যাতি কিন্তু আজও অটল। প্রেমে একাধিকবার নাম জড়ালেও বিটাউনের এই সুপারস্টার এখনো অবধি রয়ে গেছেন অবিবাহিত। জীবনের পথে প্রেম এসেছিল বারবার। কারও সঙ্গে সম্পর্ক এগিয়েছে, আবার ভেঙেও গেছে। এমনকি একবার তো বিয়ের কার্ডও ছাপা হয়েছিল! সেটি ছিল অভিনেত্রী সঙ্গীতা বিজলানি অধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। এরপর সৌমি আলী, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা লুলিয়া ভান্তুর-একাধিকবার নাম জড়ালেও সালমানের বিয়ে হয়নি। গুঞ্জন আছে, তার রাগী স্বভাব ও বদমেজাজের কারণেই কেউ শেষ পর্যন্ত সাহস পাননি বিয়ের আসরে পৌঁছাতে। সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শো-তে এসে প্রথমবার ব্যক্তিজীবনের অভিজ্ঞতা খুলে বললেন সালমান। বললেন, ‘যখন কোনো সম্পর্কে একজন অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়,...