কক্সবাজারের টেকনাফে অভিযানকালে বিপুল সংখ্যক ইয়াবা ফেলে এক পাচারকারীর পালিয়ে গেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তার পরিচয় শনাক্ত করা গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ সব তথ্য জানান। অভিযুক্ত আনোয়ার হোসেন প্রকাশ (৩৫) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর উলুচামরি এলাকার লুলু মিয়ার ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,গোপন তথ্যে জানা গেছে যে খরেরদ্বীপ এলাকা দিয়ে মায়ানমার হতে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে ঢুববে। এ খবরের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর আনুমানিক পৌনে ১১টার দিকে আভিযানিক দল খড়েরদ্বীপের কিনারায় নদীর পাড়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখতে পায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আভিযানিক দল তার দিকে অগ্রসর হলে চোরাকারবারীর হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে কেওড়া...