হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর দেশজুড়ে মোট একত্রিশ হাজার পাঁচশ ছাব্বিশটি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে আগামী তিন অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখতে প্রতিটি ব্যাটালিয়নের কর্মএলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে চুরানব্বইটি দলসহ সারাদেশে মোট দুই শত একাশিটি টহল দল কাজ করছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয়...