পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী এবং নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে এই নিয়ে একাধিক মামলায় অভিযুক্ত রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রীতিন বছরের বেশি সময় ধরে জেলে আছেন। এর আগে সেপ্টেম্বরের শুরুতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করেছে। শুক্রবারকলকাতাহাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষও প্রাথমিক স্তরে নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্য়ায়াকে জামিন দিয়েছেন। এর আগে সর্বোচ্চ আদালতেও অন্য মামলায় জামিন পেয়েছিলেন তিনি। ফলে তার বিরুদ্ধে চলাসব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবীরা আদালতে বলেছিলেন, এই মামলায় বাকি সব অভিযুক্ত মুক্তি পেয়েছেন। পার্থ চট্টোপাধ্য়ায় তিন বছরের বেশি সময় ধরে জেলে বন্দি। তাকে...