২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম বিপদজনক প্লাস্টিকের পুরোনো বোতলে পানি পানে বড় ধরনের বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে! অনেকেই প্রতিনিয়ত পানি পান করতে প্লাস্টিকের পুরোনো বোতল ব্যবহার করেন। বিশেষজ্ঞরা বলছেন, একই প্লাস্টিক বোতলে দিনের পর দিন পানি পান ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। অনেকেই প্রতিনিয়ত. একই বোতলে পানি ভরে অফিসে, ছেলে মেয়েদের স্কুলব্যাগে ভরে দিচ্ছেন প্লাস্টিকের পানির বোতল! এতে তৎক্ষণাৎ কিছু না বোঝা গেলেও দিনের পর দিন একই বেতলে পানি পানে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে শরীরের। দেখা দিতে পারে দুরারোগ্য ব্যাধি। বাজারে যে পানির বোতলে পানীয় বিক্রি হয়, তাঁর অধিকাংশই এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। এই ধরনের বোতলে দিনের-পর-দিন পানি পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যানসারের আশঙ্কা। প্লাস্টিক বোতল...