মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই হাত পিছনে বাঁধা অবস্থায় রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় রানা শেখের একতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, নিহত রফিক শেখ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে বড় মেয়ের কাছে জানিয়ে তিনি ঘর থেকে বের হন। ভোরে বাড়ি না ফেরায় মেয়ে খুঁজতে গিয়ে একতলা বাড়ির ছাদে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামায়। নিহতের পরিবারের দাবি, রফিক শেখকে হত্যা করে পরিকল্পিতভাবে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের ভাষ্যমতে,...