২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করার চেষ্টা করার কারণে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক নৌযানকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কীকরণ গুলি চালাতে বাধ্য হয়েছে। ফলে সেই নৌযানটি পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, কোরীয় উপদ্বীপে উত্তেজনা এখনও কমেনি এবং সীমান্তরক্ষার ক্ষেত্রে দুই দেশের সেনা সতর্ক অবস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে উত্তর কোরিয়ার বাণিজ্যিক নৌযানটি বেংনিয়ং দ্বীপসংলগ্ন এলাকায় উত্তর সীমান্তরেখা (এনএলএল) অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করে। জেসিএস জানিয়েছে, এই পদক্ষেপের কারণে তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সতর্কবার্তা সম্প্রচার এবং সতর্কতামূলক গুলি চালিয়েছে। নৌযানটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার মতে, এনএলএল অতিক্রমের এই...