ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। ইসরাইলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী।ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরাইলবিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল অধিকৃত ইয়াফা অঞ্চলের (তেলআবিব) কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানায়, ইয়েমেনে ইসরাইলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।পাশাপাশি, তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান...