সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেনি।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে যুবদল, ছাত্রদল বাধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে।তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না...