সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চড়ে কুমারনদে ডুবে নিখোঁজ শিশু সোয়াদের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে কুমারনদে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু। পরে তাদের উদ্ধার করতে নেমে ডুবে যান দাদি মালেকা বেগম। পরে দাদি ও এক নাতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা হলো- ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম মালা (৭০), তার দুই নাতি তৌসিক (৬) ও সোয়াদ (৭)। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। জহিরুল ইসলাম তোতার ছেলে তৌসিক আর শরিফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ। তারা ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করে ভাসান চর হামিদ...