২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে রোগীর স্বজনের মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান রোগীর স্বজন। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার হরিণদিয়া গ্রামের বাসিন্দা জামাল হোসেন (৫০) গত বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি পুরুষ ওয়ার্ডের চার নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তাঁর সঙ্গে থাকা এক স্বজনের ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। তারা জানান, ব্যাগটিতে একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৭০০ টাকা ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র ছিল। পরে ব্যাগটি হাসপাতালের নতুন ভবনের পাশে পড়ে থাকতে দেখা গেলেও মোবাইল ফোন ও টাকা পাওয়া যায়নি। এ ঘটনায় রোগীর স্বজনেরা...