ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার উৎপাদনকারী প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টকার এটি। সেই ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর আদলে স্পিডবোট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাহাদ নামের এক স্কুল ছাত্র। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক স্কুল ছাত্র তৈরি করলেন ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট। যা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। কোটি টাকার ল্যাম্বরগিনি কার এখন চলছে ব্রাহ্মপুত্র নদে। ১৭ বছর বয়সী রাহাদ খন্দকার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের রুপালী বেগম ও শফিকুল ইসলাম দম্পতির সন্তান। তিনি স্থানীয় গুনভরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। দুই ভাইবোনের মধ্যে রাহাদ বড়। ছোট বোন শাফিয়া আকতার সিফা স্থানীয় স্কুল মধ্য উড়িয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাবা শফিকুল ইসলাম পেশায় কৃষক। মা রুপালী বেগম একজন গৃহিণী। অভাবের সংসারে জন্ম হলেও স্বপ্ন জয় করার বুক...