বইমেলা শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয় বরং আমাদের সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পাঠকের হৃদয়ের যোগসূত্র তৈরি করে। এটি নতুন চিন্তা, নতুন জ্ঞান এবং নতুন লেখকের আবিষ্কারের জন্যও এক চিরন্তন মঞ্চ। তাই ২০২৬ সালের বইমেলাও যেন আগের যে কোনো সময়ের তুলনায় আরও সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং পাঠকবান্ধব হয়—এটাই আমার কামনা। প্রথমেই বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের বিষয়টি মাথায় রাখা জরুরি। নির্বাচনের প্রচারণা মেলার শুরুর সময় থেকেই জোরদার থাকবে এবং মেলার শেষভাগে রমজান শুরু হয়ে যাবে। তাই সময়সীমা একটু আগে এনে মেলাটি শেষ করা হলে পাঠক ও প্রকাশক উভয়ের জন্যই তা স্বস্তিদায়ক হবে। এতে একদিকে নির্বাচনকালীন ব্যস্ততার সাথে সংঘর্ষ এড়ানো যাবে, অন্যদিকে রোজার সময়ে পাঠক ও দর্শনার্থীদের জন্য অস্বস্তি তৈরি হবে না। এ ছাড়া এ ধরনের সময়সূচি...