যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি সাবেক এফবিআই পরিচালক জেমস কমির বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা তথ্য প্রদান এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে দুটি ফৌজদারি অভিযোগ গঠন করেছে। কমি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার লক্ষ্য ছিলেন। এই অভিযোগের জবাবে জেমস কমি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি মার্কিন বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন। এই অভিযোগপত্র এমন এক সময় গঠিত হলো, যখন ট্রাম্প সম্প্রতি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের, বিশেষ করে জেমস কমিকে আরও কঠোরভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। এই মামলার তদন্তের নেতৃত্ব দিচ্ছেন লিন্ডসে হ্যালিগান, যিনি পূর্ব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি এবং ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী। কমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাঠ (আরেইনমেন্ট) অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর সকালে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, এই অভিযোগপত্র প্রমাণ...