পরে দগ্ধ ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ফিমেল এইচডিইউতে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোর রাতের দিকে ঢাকা উদ্যানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ নারীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের প্রায় ২২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি ফিমেল এইচডিইউতে ভর্তি আছেন। দগ্ধ পারুল আক্তারের ননদ ফাহিমা আক্তার বলেন, আমার বড় ভাই মিজান ওই বাসার দেখাশোনা করেন। এখানে গ্যাস লাইনে আগে থেকেই লিকেজ ছিল। বাড়ির মালিকদের জানানো হলেও তারা কর্ণপাত করেনি। ভোর রাতে পানির মোটরের সুইচ দিতে গেলে হঠাৎ লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাবি দগ্ধ হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আমার...