জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘প্রশাসনের উচিত প্রার্থীদের প্রশ্নগুলো ক্ল্যারিফাই করা। তাহলেই এই ঝামেলাটা মিটে যাবে। কোনো বিশেষ দলের সহযোগিতায় হয়েছে কিনা প্রমাণ ছাড়া এই কথাটা বলা যাবে না। কিন্তু যেই প্রসঙ্গটা এসেছে এটা খুব এলার্মিং এবং উদ্বেগজনক।রিটার্নিং কর্মকর্তার বক্তব্যে শুনলাম সেখানে তারা অস্বীকার করছেন। অন্যদিকে নীলক্ষেতে এটা ছাপানো হয়েছে মোটামুটি বোঝাই যাচ্ছে। যদি ওখানে ছাপানো হয় তাহলে এটা অস্বীকার করতে হচ্ছে কেন?’সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।সারোয়ার তুষার বলেন, ‘ব্যালট পেপার ছাপানো হয়েছে ৯৬ হাজার আর কাটিং করা হয়েছে ৮৮ হাজার।এই প্রশ্নটা শিক্ষার্থীরাই তুলছেন মাঝখানে ৮ হাজার এই ব্যালট পেপার কোথায়? মানে এটা কাটিং করা হলো না কেন? মিসিং কেন? কই গেছে এটা? এটার উত্তর তো দিতে হবে প্রশাসনকে।’তিনি বলেন, ‘এটা একটা...