লক্ষ্মীপুর:পিআরসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের দক্ষিণ তেমুহনি থেকে মিছিলটি শুরু হয়ে আফনান চত্বরে গিয়ে শেষ হয়।মিছিল শুরুর আগে দক্ষিণ তেমুহনিতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী।আফনান চত্বরে সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম। তিনি বলেন, সবার শাসন দেখা শেষ হয়েছে, কিন্তু আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। অনেকেই বলেন পিআর বুঝেন না, যারা বুঝেন না তাদের বিনামূল্যে পিআর বুঝানোর ক্লাস নেয়ার জন্য আমরা প্রস্তুত। জনগণের কল্যাণে পিআরের...