ঢাকা: মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শুধু আসন্ন দুর্গাপূজায় নয়, ৩৬৫ দিনই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, একদিকে পুজা উদযাপনের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর হচ্ছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড় ও নাটোরসহ ১৩ জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই প্রতিমা ভাংচুর করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন তারা।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে- এমনটাই দেখতে চান পূজা উদযাপনের দায়িত্বশীলরা। সারা দেশের পূজার বিজয়া দশমী সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী ৩ দিন ছুটিসহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় আট দফা দাবি...