বিশ্লেষকরা মনে করছেন, এত বড় পরিসরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এমন আকস্মিক সমাবেশ অত্যন্ত অস্বাভাবিক। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই বৈঠকের উদ্দেশ্য বা আলোচনার এজেন্ডা স্পষ্ট করা হয়নি। মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে কেন এত জরুরি ভিত্তিতে মার্কিন সেনাবাহিনীর জেনারেল ও নৌবাহিনীর অ্যাডমিরালদের এই বৈঠকে ডাকা হলো, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। আল জাজিরা জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীতে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকেই সংবেদনশীল বিদেশি ঘাঁটিতে হাজার হাজার সেনার দায়িত্বে আছেন। সাধারণত এসব কর্মকর্তাদের সময়সূচি কয়েক সপ্তাহ আগে থেকেই নির্ধারিত থাকে। একজন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এখন সবাই তাদের সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন তাদের সেখানে যাওয়া বাধ্যতামূলক কি না। মুখপাত্র পারনেল শুধু বলেছেন যে, আগামী সপ্তাহের শুরুতেই যুদ্ধমন্ত্রী...