ফিলিস্তিনের গাজায় প্রায় দু বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নারী ও শিশুসহ ফিলিস্তিনের প্রায় ৬৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। হতাহত হয়েছেন আরও অনেকে। গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। গাজা যুদ্ধের দায়ে ইসরায়েলকে ফুটবলসহ ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি উঠেছে। দেশটির সদস্যপদ স্থগিত করার ব্যাপারে ভাবছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। এ জন্য আগামী সপ্তাহে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে উয়েফা। গতকাল বৃহস্পতিবার রয়টার্স, এপি, ইএসপিএনসহ একাধিক সংবাধমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে উয়েফার কার্যনির্বাহী কমিটির দুই সদস্য এপিকে জানিয়েছেন, ২০ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অধিকাংশই ইসরায়েল জাতীয় দল ও ক্লাবগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধের পক্ষে ভোট...