বাজারে সব কিছুর দাম চড়া। বরাদ্দ বাজেটেও ভরে না সদাইয়ের ব্যাগ।ফলে ফর্দ থাকছে অপূরণীয়, সংসারে চলছে মন কষাকষি। চলমান আয়ে বাজারদরের সঙ্গে খাপ খাইয়ে চলা যাচ্ছে না। জীবন নির্বাহে খরচের বোঝা সামলাতে না পারা মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত—সবার এখন দিশেহারা অবস্থা। বিগত সপ্তাহের মতো শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও ফার্মগেটের বাজার ঘুরে জিনিসপত্রের দামে উল্লম্ফন দেখা যায়। এসব বাজারে প্রায় কোনো সবজির কেজিই ৮০ টাকার নিচে নেই। চিচিঙ্গার কেজি ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, লাউ ৮০ টাকা, করলা ১২০ টাকা, উস্তা ১০০ টাকা, বেগুন ১২০ টাকা, বড় (বেগুনি রং) বেগুন ২০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে বাজারভেদে ৩৫ কাটা, পটল ৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, ঢেড়স ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং...