চাকরিসূত্রে এ বছরের শুরুতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন নাটস মেট। সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে ব্যস্ত থাকতে হয় তাঁকে।টানা কাজের কারণে শারীরিক ও মানসিক চাপ জেঁকে ধরে। এই চাপ কমাতে ব্যস্ত ঢাকা নগরীতে খেলাধুলার জন্য সে রকম জায়গাও খুঁজে পাচ্ছিলেন না ৩০ বছরের এই তরুণ। এক সহকর্মীর মাধ্যমে তিনি জানতে পারেন বসুন্ধরা স্পোর্টস সিটির কথা, যেখানে প্যাডেল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। তখন থেকেই প্রতিদিন অফিস সেরে সন্ধ্যায় তিনি ছুটে আসেন প্যাডেল টেনিস কোর্টে। শুধু নাটস মেটই নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকারসহ নানা বয়সের নারী ও পুরুষ এখন নিয়মিত বসুন্ধরা স্পোর্টস সিটিতে আসছেন প্যাডেল টেনিসে ঘাম ঝরাতে। বিশ্ব ক্রীড়াঙ্গনে প্যাডেল বেশ পরিচিত নাম হলেও বাংলাদেশে একদমই নতুন। বসুন্ধরা গ্রুপের হাত ধরে এ দেশে এর যাত্রা শুরু হয়েছে।...