ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ স্লোগানে লাল কার্ড প্রর্দশন, বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু-নবজাতক শিশু মৃত্যু বাড়চ্ছে। কিশোরী মার রক্তশূন্যতা, শিশুর অপুষ্টির প্রধান কারণ হলো বাল্যবিয়ে। যা পারিবারিক সমস্যাও সৃষ্টি করছে। সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ‘বাল্যবিয়ে;...