বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা সম্প্রতি তার বাবার রাজনৈতিক জীবন এবং দলের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতির ওপর একটি আবেগঘন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, যখন তিনি জেলখানায় তার বাবার সঙ্গে দেখা করতে যেতেন, তখন বাবা নিজের কষ্টের কথা না বলে দলের ছেলেগুলোর কথা বলতেন— কারো নখ তুলে নিয়েছে, কারো শরীরজুড়ে মারের দাগ। তিনি আরও বলেন, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলে গুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো! শামারুহ মির্জা বলেন, পনেরো...