উদ্ধার হওয়া পর্যটকদের সঙ্গে বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্সবাজারে বেড়াতে আসা লক্ষ্মীপুরের পাঁচ পর্যটক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইনানী সমুদ্রসৈকতে গোসলে নামলে স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এসময় বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধার পর্যটকরা হলেন- লক্ষ্মীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)।আরো পড়ুন:কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কাপর্যটন খাতের এক বছর: ৭.৫ কোটি টাকা রাজস্ব আদায় কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কা আরো পড়ুন:কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কা বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, “আজ সকাল সাড়ে...