শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা ৯দিন বন্ধ থাকবে। এ সময় এই স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে, ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপর অব্যাহত থাকবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:পূজায় সোনামসজিদ স্থলবন্দর ৮ দিন বন্ধ১৩ দিন চালু থাকার পর আবারো পেঁয়াজ আমদানি বন্ধ তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে আগামী ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। আবুল কালাম আজাদ বলেন, “ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী সিএন্ডএফ অ্যাসোসিয়েশন...