২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এই সমস্যা অদম্য নয় এবং প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান সম্ভব। তার মতে, এটি অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল বলেন যে, সব অনিষ্পন্ন ইস্যু সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু হতে হবে। তার বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তুত এবং যুক্তিসঙ্গতভাবে ইস্যুগুলো মোকাবিলা করতে চাইলে অল্প সময়ের মধ্যেই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। প্রিন্স ফয়সাল আরও বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। ১৯৬৭ সালের সীমানা...