২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম কলকাতার কাছের খড়গপুরের আইআইটির চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র স্বপ্নিল চক্রবর্তী (নাম পরিবর্তিত) প্রতিদিনই স্বপ্ন দেখতেন মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চমাপের চাকরিতে যোগ দেওয়ার। স্বপ্নিলের মতো বহু আইআইটি গ্র্যাজুয়েট এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে আমেরিকায় গিয়ে কাজ করার স্বপ্ন দেখতেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক প্রোক্ল্যামেশন তাদের সেই স্বপ্নকে অচিরেই ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। স্বপ্নিল জানান, “আমার উচ্চমাধ্যমিক থেকে ইচ্ছে ছিল আইআইটি থেকে পাস করে আমেরিকায় কয়েক বছর কাটানো, কিন্তু এখন সেটা সম্ভব হবে না।” গত ২০ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রশাসন এইচ-ওয়ানবি ভিসার ফি এক লাফে ১ লাখ ডলারে বৃদ্ধি করেছে। এর আগে এই ভিসার ফি ছিল মাত্র ২০০০ থেকে ৫০০০ ডলার। এই নতুন ফি প্রায় কোনও টেক বা মেডিক্যাল গ্র্যাজুয়েটকে কোম্পানির খরচ বহনের...