আরও পড়ুনআরও পড়ুনসাত সকালে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনেরকুষ্টিয়ার কুমারখালীতে ছেলের আঘাতে বাবার মৃত্যুর পর অনুশোচনায় ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের মৃত কুঞ্জলাল হালদারের ছেলে সম্ভুচরণ ও তার ছেলে বিজয় কুমার। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ছাগল বিক্রির টাকা নিয়ে বিজয় তার স্ত্রীকে মারধরের এক পর্যায়ে বিজয়ের বাবা সম্ভুচরণ বাধা দিলে বিজয় তার বাবাকে ধাক্কা দেন। এ সময় তার বাবা পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে বিজয় তাদের বাড়ির পিছনে বাদাম গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। বিজয়ের বড় ভাইয়ের স্ত্রী জানান, তার শ্বশুর অসুস্থ ছিলেন। বিজয় তার স্ত্রীকে মারধরের সময় তার বাবা বাধা দিলে বিজয় তাকে ধাক্কা দেন এবং তিনি...