পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা মাহিরা খান ও ফাওয়াদ খানের নতুন রোমান্টিক সিনেমা ‘নীলোফর’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা কালো ও লাল রঙের সিনেমার পোস্টারে দুজনেই নিজেদের ছবি দিয়ে লিখেছেন- ‘Will be waiting for the next meeting’। ফাওয়াদ খানের সহ-উৎপাদনায় নির্মিত এই সিনেমার লেখক ও পরিচালক অম্মার রাসুল এবং প্রধান প্রযোজক কাসিম মাহমুদ। ছবিতে মাহিরা ও ফাওয়াদের সঙ্গে মাদিহা ইমাম, সামিয়া মুমতাজ, অতিকা ওধো, বহরোজ সাবজওয়ারি ও গোহার রাশীদও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ‘নীলোফর’-এর শুটিং শুরু হয়েছিল করোনা মহামারির আগে, তবে পরবর্তীতে তা স্থগিত হয়। শুটিং নিয়ে নানা বাধা থাকলেও টিম কাজ শেষ করে ৯ ডিসেম্বর ২০২০-এ। মাহিরা শুটিং শেষের পর ইনস্টাগ্রামে লিখেছেন- ‘আমি আমার কিছু অংশ নিয়ে যাচ্ছি, এবং আমার আত্মার কিছু অংশ এখানে রেখে যাচ্ছি। প্রিয় নীলোফর,...