‘নওগাঁ থেকে বেগুন নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে পৌঁছে দিয়েছি। পথে ৯ জায়গায় চাঁদা দিতে হয়েছে।বুধবার রাতে তিন টনের একটি ট্রাকে পণ্য নিয়ে কারওয়ান বাজার পৌঁছে দিতে মোট চাঁদা দিতে হয়েছে দুই হাজার ৭৫০ টাকা। হাইওয়ে পুলিশ, ট্রাফিক, বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নামে এসব চাঁদা দিতে হয়েছে। ’ পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজির চিত্র তুলে ধরতে গিয়ে এমন বর্ণনা দিয়েছেন ট্রাকচালক রুহুল আমিন। তিনি বলেন, ‘নওগাঁ থেকে মালপত্র ট্রাকে লোড করার পর যাত্রার শুরুতে স্থানীয় এক প্রভাবশালী নেতার নামে তাঁর কর্মীদের ৫০০ টাকা চাঁদা দিতে হয়। এরপর রওনা দিলে বাইপাস বটতলা এলাকা, নাটোর রেলগেট, বনপাড়া, যমুনা সেতুর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় হাইওয়ে পুলিশদের ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়েছে। কয় স্থানে মোট চাঁদা দিতে হয়েছে...