লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তর স্ত্রীর সঙ্গে ভিকটিম প্রায়ই ঝগড়া করতো বলে ঘটনাটি ঘটিয়েছে- পুলিশের উপস্থিতিতে এমন বক্তব্য দেন ইমন। নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা। পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির ইমনকে তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলেই ঘরের ভেতরে ঢুকে পড়েন ইমন। একপর্যায়ে রাশেদাকে এলোপাতাড়ি...