ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘গাজায় আমরা কিছু একটা চুক্তির’ দ্বারপ্রান্তে আছি। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ বৈঠকটিকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পরই গাজার যুদ্ধ নিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প। এর আগে সাংবাদিকদের গাজা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন তিনি।ট্রাম্প বলেন, “বুধবারের বৈঠকে অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমার (এখন) ইসরায়েলের সঙ্গে বৈঠক করতে হবে। ইসরায়েল জানে আমি কি চাই। আমার আশা সেটি আমরা করতে পারব। আমার প্রত্যাশা আমরা এটি করতে পারব। (গাজায়) অনেক মানুষ মারা যাচ্ছেন।”জিম্মিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা জিম্মিদের ফেরত চাই।...