পাকিস্তানের ডেরা ইসমাইল খানের ধানাসার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জনের নিহত হয়েছে। বেলুচিস্তান থেকে ডেরা ইসমাইল খানে যাওয়ার পথে গাড়ির ব্রেক ফেইল করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনের অনুযায়ী, ঢালু পথে গাড়িটির ব্রেক বিকল হওয়ার কারণে ধানাসার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, এর মধ্যে পাঁচজন নারী, একজন পুরুষ এবং এক শিশু রয়েছে। বাকি চারজনের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত দুর্ঘটনার খবর পেয়ে রেসকিউ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এদিকে আহতদের মধ্যে রয়েছে দারিয়া খান, আহমেদ এবং ১০ বছর বয়সি ইউসুফ। তারা রেসকিউ টিমের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং হাসপাতালে স্থানান্তরের পর তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। পাকিস্তানের ডেরা ইসমাইল...