আরও পড়ুনকুমিল্লায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা, তোরণ-মঞ্চ ভাঙচুর৩০ হাজার টাকার বিনিময়ে জেল খাটতে এসে ফিঙ্গারপ্রিন্টে ধরা ভরাসার বাজারের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ২১ কিলোমিটার সড়কের অংধিকাংশই বেহাল। এই সড়কটি দিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণের বেশি সময় লাগছে। ভাড়াও নেয়া হচ্ছে প্রায় দ্বিগুণ। গত তিন মাস ধরে বাজারের অংশে সড়কের অবস্থা বেহাল। এমন কোনো দিন নেই যে, ভরাসার বাজারে গাড়ি উল্টায়নি। এতে যাত্রীদের হাত-পা ভাঙছে, গাড়ির যন্ত্র নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের মালামালতো নষ্ট হচ্ছেই। বিষয়টি যেন দেখার কেউ নেই। জাকির হোসেন নাঈম নামে এক সিএনজিচালিত এক অটোরিকশাচালক বলেন, এক মাস আগে ইঞ্জিন ডাউন দিয়েছি। রাস্তায় বড় বড় গর্তের কারণে বুধবার আবারও ইঞ্জিন ডাউন দিতে হয়েছে। প্রতিবারে ২০ হাজার করে মোট ৪০ হাজার খরচ হয়েছে। যাত্রীদের কাছে ১০ টাকা বাড়তি ভাড়া...