মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকায় চলাচলকারী পাঁচটি বৃহৎ পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই রুটে চলাচলকারী হানিফ পরিবহন, কেটিসি, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ও গ্রামীণ ট্রাভেলসের সকল বাস চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, চালক, সুপারভাইজার ও হেলপারদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিকদের সঙ্গে শ্রমিকদের টানাপোড়েন চলছিল। গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় উভয়পক্ষের মধ্যে একটি বৈঠক হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এর ফলেই শ্রমিক ও মালিকরা সম্মিলিতভাবে এই পাঁচটি পরিবহনের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, একতা পরিবহন, আরপি, তুহিন...