বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। এবারের ভাষণে বিশ্বশান্তি ও যুদ্ধ বন্ধসহ বিভিন্ন আহ্বান জানাবেন তিনি। অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। জানা গেছে, এবারের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার অগ্রযাত্রা, রাষ্ট্র গঠনে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় জোর দেওয়া, রোহিঙ্গা ইস্যু, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আওয়ামী সরকারের দুঃশাসনসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। পাচার করা অর্থের বিষয়টি সামনে এনে এক দেশের হক নষ্ট করে অন্য দেশে যেন কেউ সম্পদের পাহাড় গড়তে না পারে সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ জানাবেন তিনি। এছাড়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার...