দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ। তিনি বলেন, চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, এ সড়কে দ্রুতগতির যানবাহন ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত স্পিডব্রেকার স্থাপন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০), তার মেয়ে প্রথমা দাস এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সজল...