কসবা–আখাউড়ার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং জনপদকে সন্ত্রাসপ্রবণ অঞ্চলে পরিণত করার অভিযোগে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। আজ শুক্রবার সকাল ৯টায় কসবা উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। সমাবেশে তিনি বলেন, ‘কসবা- আখাউড়ার যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে যারা মাদক তুলে দিয়েছে, এ জনপদকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’ অনুষ্ঠানটি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাজার ও নতুন বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত...