হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। আপনারও নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ কিংবা ব্যক্তিগত মেসেজ আসতে থাকে। কিংবা আপনিও অন্যদের মেসেজ পাঠাচ্ছেন। অনেক সময় অন্য ভাষার মেসেজ পান। কিংবা ধরুন ইংরেজিতেই মেসেজ পেলেন। এখন রিয়েল টাইমেই মেসেজ ট্রান্সলেট করতে পারবেন। পড়তে পারবেন নিজ ভাষায়। এখন হোয়াটসঅ্যাপে যে টেক্সট আসবে, সেটার অনুবাদ করে দেবে সংস্থা প্রাপকের নিজের ভাষায়। মনে প্রশ্ন আসতে পারে, প্রাপক যার কাছ থেকে টেক্সট পাবেন, তিনি নিজেদের ভাষাতেই তো টেক্সট পাঠাবেন। ফলে অনুবাদের প্রয়োজন হবে কেন? আসলে ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। এমন অনেক টেক্সট আসতেই পারে, বিমা সংস্থা থেকে, ব্যাংক থেকে, বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে, যা ব্যবহারকারী না-ই বুঝতে পারেন এবং তখন তা অনুবাদের প্রয়োজনও পড়বে।হোয়াটসঅ্যাপ তাই অ্যান্ড্রয়েড...