নোয়াখালীর হাতিয়ায় প্রেমের সম্পর্ক সাজিয়ে সালিশ বসিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহেদ উদ্দিন বলেন, আমার ছোট ভাই পল্লী চিকিৎসক নাহিদ উদ্দিন ও এক তরুণীকে জড়িয়ে অভিযুক্তরা একটি মিথ্যা প্রেমের ঘটনা সাজায়। সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সোহেল, প্রজেক্ট ফারুক, বড় আমির, সুমন, কাদের, আশরাফ, নিশান, রুবেল, রবিন, মাইনুউদ্দিন, জামসেদ ও বাবলুসহ কয়েকজন সালিশের নামে পরিকল্পিতভাবে আমার পরিবারের লোকজনকে ডেকে নিয়ে বেধরক মারধর করে এবং তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তারপর তারা আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি...