নিজস্ব প্রতিবেদক : চীনের বাণিজ্য মন্ত্রণালয় আমেরিকার ছয়টি কোম্পানিকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকা’তে অন্তর্ভুক্ত করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) এ ঘোষণা আসে, যা দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও জোরদার করেছে। বিষয়টি সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত থাকার কারণে চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল (সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম) তাছাড়া, চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হয়েছে আরও তিনটি প্রতিষ্ঠান: হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (সামরিক জাহাজ নির্মাতা) প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ (ইঞ্জিনিয়ারিং ও ফ্যাসিলিটিস ম্যানেজার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা সতর্কতার সঙ্গে এই তালিকা তৈরি করেছে এবং সৎ ও আইন মেনে...