মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২:৫৬ `জনগণ যদি পক্ষে থাকে কোনো ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবে না’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মাগুরা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদেরকে বুঝতে হবে।জনগণ যদি আমাদের পক্ষে থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবে না। মহম্মদপুরে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষকে জয়ী করতে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। “২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ষড়যন্ত্রে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল।...