বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, অতীতে যারা সরকারে ছিল তাদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মতিঝিল পূর্ব থানার উদ্যোগে রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি ওয়ার্ডে একটি করে হেলথ কমপ্লেক্স চালু করবে এবং স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের দায়িত্ব কেবল ক্ষমতায় গিয়ে কাজ করা নয় বরং জনগণের প্রয়োজনে সর্বদা পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না থেকেও দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছে। ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে জামায়াত দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে...