সিলেট:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, গৌরবগাথা ইতিহাস ধারণ করে আমরা রাজনীতিতে এসেছি। ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম করার মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে রাজনীতি করছি। অনেকে ইসলামের নামে রাজনীতি করে বলে, পর্দা করা মেন্ডটরি নয়। যারা ইসলামের নামে রাজনীতি করে নিজেদের সুবিধা মতো কাজ করে তাদেরকে প্রত্যাখান করতে হবে।তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা, মানবাধিকার, সাংবিধানিক, ধর্মীয় সহ কোনো রকম অধিকার সুরক্ষিত ছিল না। ফ্যাসিস্ট দুঃশাসনের অবসানের জন্য ২৪ এর আন্দোলনে গোলাপগঞ্জে যে ৭ জন শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।বৃহস্পতিবার বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।নতুন বাংলাদেশে যোগ্য প্রার্থীদের...